চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকায় ১৪ জুন শুক্রবার বেলা সাড়ে ১২ টায় অটোবাইক চাপায় তাসমিয়া আক্তার (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
নিহত শিশু তাসমিয়া সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পূর্ব রামদাসদী গ্রামের নুরু হাওলাদারের মেয়ে।
স্বজনরা জানায়, শুক্রবার বেলা সাড়ে ১২ টার সময় তাসমিয়া আক্তার তাদের বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় চাঁদপুরগামী বেপরোয়া গতির অটোবাইকে সাথে সে ধাক্কা লাগে।
তারা জানান, ওই সময় একই সাথে তিনটি অটোবাই বেপরোয়া গতিতে যাওয়াতে শিশু তাসমিয়া এ দুর্ঘটনার শিকার হয়।
এতে সে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur