সোমবার (২০ মার্চ ) মতলব প্রেসক্লাবের ২৪ বছর পূর্তি। এ উপলক্ষে মতলব প্রেসক্লাব ব্যাপক কর্মসূিচ গ্রহণ করেছে। বেলা ১১টায় মতলব প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে ২৪ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি,সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা,সামাজিক,রাজনৈতিক,সুধীজন অতিথি হিসেবে লোকজন উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন মতলব প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম।
উক্ত অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ০৮: ৫৭ পিএম, ১৯ মার্চ ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur