মেয়েরা সাধারণত তেলাপোকাকেই ভয় পায়। সেখানে জ্যান্ত সাপ হলে তো মহাতঙ্কের বিষয়। কিন্তু সুপারহিরোইন লামিয়া মিমো একেবারেই উল্টো।
ভয় তো দূরের কথা জ্যান্ত সাপ গলায় জড়িয়ে রাখতে গিয়ে তার বুকটা পর্যন্ত দুরু দুরু করেনি। বরং সাপ নিয়ে তিনি ঘুরছেন, ফিরছেন।
‘বিষে বিষ ক্ষয়’ শিরোনামের একটি নাটকে অভিনয় করতে গিয়ে সাপের সঙ্গে বন্ধুত্ব করতে হয়েছে তাকে। মিমোর চরিত্রটি বাস্তবসম্মত করে তোলার জন্য শুটিংয়ের আগে সাপুড়ের কাছে প্রশিক্ষণ নিয়েছেন বলেও জানান মিমো।
মীর সাব্বির রচিত নাটকটি পরিচালনা করেছেন জিয়া রায়হান। মিমো বলেন, ‘সবাই মনে করেছিল সাপ দেখে ভয় পাব।
কিন্তু আমার কাণ্ড দেখে তাদের চোখ ছানাবড়া।’
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur