চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রধানশিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শনিবার (১৮ মার্চ ) লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও ক্লাশ বর্জন করেছে ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা।
সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
প্রসঙ্গত, ১৬ মার্চ লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে পছন্দনীয় লোকজন স্থান না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শামীম প্রধানশিক্ষক কাওসার আহমেদকে লাঞ্ছিত করে বলে জানা যায়।
প্রতিবেদক-মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ০৮ : ১৪ পিএম, ১৮ মার্চ ২০১৭, শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur