Home / জাতীয় / রাজনীতি / ‘মানুষকে ভালো রাখতে আ’লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে’
Maya-chodhuary

‘মানুষকে ভালো রাখতে আ’লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে’

দেশের জেলে এবং সাধারণ মানুষকে ভালো রাখতে হলে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় রাখা দরকার বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী মিয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা মৎস্য অফিস ও উপজেলা ট্রাস্কফোর্স এর উদ্যোগে আয়োজিত জাটকা সংরক্ষণ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন আ’লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই বাংলাদেশের জেলে ও মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। ‘রাজনীতিতে অপশক্তি বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।

তিনি জেলেদেরকে সরকারের নিষেধাজ্ঞা মেনে চলার জন্য আহবান জানিয়ে বলেন, চাঁদপুরের রুপালি ইলিশ সারা দেশে এবং বিশ্বে এর সুনাম রয়েছে। চাঁদপুরের মতলবের ষাটনল মেঘনা হইতে আমিরাবাদ পর্যন্ত নইলিশ ডিম পাড়ে। এখানে ইলিশ বড় হয়। আমরা যদি ঠিকমতো সরকারের নিষেধাজ্ঞা মেনে ইলিশের পরিচর্যা ও সংরক্ষণ করি তাহলে এর সুফল জেলেরা পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলেদের কষ্টের চিন্তা করে যেখানে একজন জেলে আগে ২০ কেজি চাল পেতো সেটা বৃদ্ধি করে এখন হয়েছে ৪০ কেজি। আগামীতে চালের পাশাপাশি নগদ টাকাও দেওয়ার ব্যাপারে চিন্তা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ত্রাণমন্ত্রী বলেন, মতলবের অবহেলিত চরাঞ্চল শুধু সোনা হবে না, এখানে হবে ডায়মন্ড। এখানে অর্তনৈতিক জোন হিসেবে গড়ে তোলা হবে। ফলে উপজেলার চরাঞ্চলের মানুষের আর্তসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে।

ত্রাণমন্ত্রী মায়া চৌধুরী বলেন, ১৭ মার্চ। জাতির জনকের শুভ জন্ম দিন। আনন্দের দিন। আজকের দিনের শপথ হবে বঙ্গবন্ধুর বিজয়কে, বাঙালির বিজয়কে সুসংহত করতে আমরা সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গঠন করবো। এখানে রাজনৈতিক অপশক্তি আছে। সেই রাজনৈতিক অপশক্তিকে মদদ দেয় বিএনপি।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটেচায়ারী, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, নৌ-পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড.রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সামছুল হক চৌধুরী বাবুল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, জেলা মৎস্য অফিসার মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন,দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুর আহম্মেদ,জেলে প্রতিনিধি ওমর আলী প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী মৎস্য অফিসার রুপগঞ্জ এর আক্কাস আলী। এসময় মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, সহকারী কমিশনার ভুমি মোঃ রুহুল আমিন,মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বেলাল হোসেন মজুমদার,উপজেলা আ’লীগের সহ-সভাপতি শহীদ উল্যাহ প্রধান, আ’লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী, কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ দর্জি,একেএম শরীফ উল্যাহ সরকার, দেওয়ান আবুল খায়ের, আঃ ছোবান সরকার সুভা,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু,ছেংগারচর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য (পরিচালক) মোঃ মিনহাজ উদ্দিন খান,যুগ্ন-আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা,মোহনপুর ইউপি সদস্য মোঃ বাবুল প্রধান,

খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৩১ এএম, ১৮ মার্চ ২০১৭, শনিবার
ডিএইচ

Leave a Reply