চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (সাবেক ভোকেশনাল) এর পুনর্মিলনী উৎসব তথা ৪যুগপুর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (১৮ মার্চ) দিনব্যাপি উদযাপন হবে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়। অনুষ্ঠান সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে।
সাবেক শিক্ষার্থী ও শিক্ষবৃন্দ ছাড়াও চাঁদপুরের গন্যমান্যরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দিনব্যাপি কর্মসূচিতে থাকছে কোরআন তেলাওয়াত পরবর্তী জাতীয় সংগীত, দেশাত্ববোধক গান, শিক্ষকবৃন্দের পক্ষে প্রতিষ্ঠানের ইতিহাস নিয়ে বক্তব্য, সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, কুইজ প্রতিযোগিতা, র্যাফেল ড্র ইত্যাদি থাকছে।
পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় থাকছে স্থানীয় শিল্পী সংগঠন চাঁদপুর মঞ্চ ও ঢাকা থেকে আগত শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার থাকবে অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস ডট কম।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৪৫ পিএম, ১৭ মার্চ ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur