চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে প্রকাশ্যে ধূমপান করার দায়ে বুধবার (১৫ মার্চ) আটক করা হয়।
পরে ভ্রাম্যামাণ আদালতে তাকে ৫০ টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত ব্যাক্তি হলেন, ফরদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামের সুলতান মিজির ছেলে আলী আক্কাস মিজি (৫০) কে জরিমানা করা হয়।
ভ্রম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট ও এনডিসি মঈনুল হক।
জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা বানিজ্য শাখা সূত্রে যায়, সে জেলা প্রশাসক কার্যালয়ে প্রাঙ্গনে প্রকাশ্যে ধুমপান কারায় তাকে ধুমপান ও তামাতজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইনে ২০০৫ এর ৪ (১) ধারায় এর ৭ এর বিধান লঙ্গন করার অপরাধে একই আইনে ৪ এর (২) ধারা আইনে ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
প্রতিবেদক-আনোয়ারুল হক
।। আপডটে,বাংলাদশে সময় ১০ : ১০ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur