Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / মরহুম মৌলভী নেছার আহমেদের কুলখানি সম্পন্ন
মরহুম মৌলভী নেছার আহমেদের কুলখানি সম্পন্ন

মরহুম মৌলভী নেছার আহমেদের কুলখানি সম্পন্ন

চাঁদপুর সদর বাখরপুর ইউনিয়নের মরহুম আলহাজ্ব মৌলভী নেছার আহমেদের কুলখানিতে বিশেষ দোয়া ও মিলাদ রোববার (১২ মার্চ) দুপুর ১টায় চান্দ্রা নূরীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মসজিদে অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদপূর্ব সংক্ষিপ্ত অলোচনায় বক্তব্যে রাখেন, চান্দ্র নূরীয়া ফাজিল মাদ্রসার অধ্যক্ষ মাও. মো. এটিএম মোস্তফা হামিদী।

উপস্থিত ছিলেন বাগদী আহমদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক পীরজাদা মাও. মু. মাহফুজ উল্যাহ খাঁন ইউসুফী, আনম ফখরুল ইসলাম মাসুম, মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক জোবায়ের আহমেদ, চান্দ্রা নূরীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মাহমুদুল হাসান, সাপদী মাদ্রাসার সহকারী সুপার মাও. জাকির হোসেন (হিরু), মরহুমের ছোট ভাই আলহাজ্ব ইঞ্জনিয়ার মোক্তার আহমের সাহেব, বড় সাহেবজাদা মো. ইউসুফ আলী পাটোয়ারী, মো. ইউনুস পাটোয়ারী, মো. বোরহান উদ্দিন পাটোয়ারী, মো. মহিউদ্দিন পাটোয়ারী, আলহাজ্ব মাও. সালাউদ্দিন চাঁদপুরীসহ মাদ্রার ছাত্র, সুধীসহ এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

মিলাদ পরিচালনা কারেন সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, দোয়া ও মোনাজাত কারেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাও. ইব্রাহীম।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় আলহাজ্ব মৌলভী নেছার আহমেদ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি জৈনপুরী হুজুরের খলিফা ও চান্দ্রা নূরীয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম নূর বক্স (র.) এর সুযোগ্য সাহেবজাদা।

মৃত্যুকালে বয়স হয়েছিলো ৯৫। তিনি ৫ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মরহুমের বিদেহী অত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া ছেয়েছেন, মরহুমের কনিষ্ঠ পুত্র আলহাজ্ব মাও. মোহাম্মদ সালাউদ্দিন চাঁদপুরী।

করেসপন্ডেন্ট
।। আপডটে,বাংলাদশে সময় ০৮ : ১৪ পিএম, ১২ মার্চ ২০১৭ রোববার

এইউ

Leave a Reply