চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর মধ্য বাজারে কালু মিয়া টাওয়ারে ‘নারায়ণপুর টাওয়ার হসপিটাল এন্ড ডায়াবেটিস ও ট্রমা সেন্টার’ শনিবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলবের কৃতি সন্তান ঢাকা বিসিজিপি ফ্যামিলি মেডিসিনের অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম।
নারায়ণপুর টাওয়ার হসপিটাল এন্ড ডায়াবেটিস ও ট্রমা সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. মহিবুর রহমান শাহাদাতের সভাপতিত্বে ও হাসপাতালের ম্যানেজার মো. কামাল মৃধার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সফিকুর রহমান পাটোয়ারী, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন মীর, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ভূইয়া, ডা. ফারজানা রশিদ, ডা. কাউছার আহমেদ, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাসপাতালের এমডি মো. নুরুল ইসলাম শেখ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সদস্য গোলাম হায়দার মোল্লা, মাহফুজ মল্লিক, ডা. মো. আলী, উত্তর বারগাঁও আর্শ্বাদিয়া নুরিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডা. মো. আলী আরশাদ শেখ, হাসপাতালের পরিচালক ডা. মো. ওমর ফারুকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই হাসপাতালের পক্ষ থেকে অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. জসিম উদ্দিন।
একই দিনে নারায়নপুর টাওয়ার হসপিটাল এন্ড ডায়াবেটিস ও ট্রমা সেন্টার ফাউন্ডেশনের কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান দুপুর ১টায় অনুষ্ঠিত হয়েছে।
এতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মোট ২৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তি প্রদান করা হয়।
প্রতিবেদক-মাহফুজ মল্লিক
।। আপডটে,বাংলাদশে সময় ০৬ : ২৩ পিএম, ১১ মার্চ ২০১৭ শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur