মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ১১ মার্চ হতে ১৭ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন হচ্ছে। ‘আজকের ছোট জাটকাই আগামী দিনের বড় ইলিশ’ এ প্রতিপাদ্য বিষয় নিয়েই এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপিত হচ্ছে ।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৫ সে.মি দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশকে জাটকা হিসেবে গণ্য করা হয়। ১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয়ও মজুত করা বা রাখা নিষিদ্ধ করা হয়েছে।
এ আইন অমান্যকারীকে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।
চাঁদপুর দেশের অন্যতম ইলিশের অভয়াশ্রম বা বিচরণ কেন্দ্র। মতলবের ষাটনল থেকে দক্ষিণে হাজিমারা পর্যন্ত ১শ’ কি.মি ও পশ্চিমে পদ্মার ২০ কি.মি পর্যন্ত চাঁদপুরের অংশ হিসেবে জাটকা সংরক্ষণ কর্মসূচি পালিত হচ্ছে।
জেলা মৎস্য বিভাগ কর্তৃক এ ব্যাপারে বিশেষ কর্মসূচি রয়েছে।
প্রতিবেদক-আবদুল গনি
।। আপডটে,বাংলাদশে সময় ০৮ : ১০ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার
এইউ