বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধকল্পে কমিউনিটি পুলিশিং সমাবেশ চলছিলো।
সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি স্পেশাল ব্রাঞ্চ ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বিপিএম (বার) এর বক্তব্য রাখছেন। এমন সময় উপস্থিতির একাংশ হঠাৎ দাঁড়িয়ে উচ্চস্বরে বলে উঠলেন, ‘পুলিশ সুপার শামসুন্নাহারকে চাঁদপুরে আরো ৫ বছর চাই।’
এ কথা শুনে প্রধান অতিথি বলেন, ‘একজন মানুষের বড় পাওয়া হল ভালবাসা। আর শামসুন্নাহার ভালবাসা পেয়েছেন ও দিয়েছেন বলেই আজ এ সমাবেশ আপনারা তার কথা সকলে দাড়িয়ে উচ্চ স্বরে বললেন। আমার মনে হয় একজন পুলিশ সদস্য হিসাবে এটা তার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি।’
তিনি আরোও বলেন, শামসুন্নাহার কে নিয়ে আপনাদের এ দাবিটি শুনলাম। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়টি উপস্থাপন করব।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ২: ১৩ এএম, ১০ মার্চ ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur