চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডের খান বাড়ীতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মুনতাহা আক্তার (১৬) নামের স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় বাসার বারান্দায় টানানো জিআই তার থেকে কাপড় আনতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।
মুনতাহা শহরের আল-আমিন মডেল মাদরাসার শিক্ষক মাহবুবুর রহমানের মেয়ে। সে আল-আমিন স্কুল এ- কলেজের ১০ম শ্রেণির ছাত্রী।
মুনতাহার আত্মীয় ফখরুল ইসলাম জানান, ঘরের বারান্দায় কাপড় টানানোর জিআই তার আর বিদ্যুতের তার কোন ভাবে রাতে একসাথ হয়ে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। মুনতাহা সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য বারান্দায় থাকায় জিআই তার থেকে স্কাফ আনার জন্যগেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরে আলম মৃত ঘোষণা করেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্যাহ ওলি বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর টাইমসকে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে হয়েই মুনতাহার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সিনিয়র করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০১: ০০ পিএম, ০৬ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ