ভারতে ফোন নম্বর ছাড়াই মোবাইল রিচার্জ !
ভারতে চালু হলো ফোন নম্বর না জানিয়েই অর্থ রিচার্জের সুবিধা। গ্রাহকদের গোপনীয়তার কথা মাথায় রেখে এই ব্যবস্থা চালু করলো ভোডাফোন।
ফোন কোম্পানিটি থেকে জানানো হয়েছে, অনেক সময় রিচার্জ করতে গিয়ে নম্বর ফাঁস হয়ে যায়। এতে নিরাপত্তা ঝুঁকি যেমন থাকে তেমনি অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন গ্রাহকরা। সে বিষয়টির কথা মাথায় রেখেই এমন অভিনব সিদ্ধান্ত; যার নাম দেওয়া হয়েছে রিচার্জ মোড বা পিআরএম।
প্রাথমিকভাবে শুধু পশ্চিমবঙ্গ রাজ্যেই এই সুবিধা চালু হচ্ছে।
তারা আরও জানায়, এই সার্ভিস পেতে কোনো অতিরিক্ত চার্জ লাগবে না। শুধুমাত্র একটি এসএমএস পাঠালেই কাজ হবে। এসএমএসে লিখতে হবে প্রাইভেট এবং নির্দিষ্ট নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, যা দোকানে দেখিয়ে টাকা ভরা যাবে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৯:৩৫,এ.এম ,০৫ মার্চ ২০১৭,রবিবার
ইব্রাহীম জুয়েল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur