একাদশ সংসদ নির্বাচনে শোবিজ অঙ্গনের তারকারা আওয়ামী লীগের পক্ষে প্রচারের অংশ নিয়েছেন । বৃহস্পতিবার জাতীয় শহীদ মিনারে প্রচারণায় অংশ নেন তারা।
এসময় তারা ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান
শহীদ মিনারের এ আয়োজনে উপস্থিত ছিলেন- অভিনেতা সৈয়দ হাসান ইমাম, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, রাইসুল ইসলাম আসাদ, তানভীন সুইটি, শমী কায়সার, তারিন, বাঁধন, চিত্রনায়ক শাকিল খান, চিত্রনায়িকা নূতন, অরুণা বিশ্বাস, নায়ক সায়মন, গায়ক এস ডি রুবেল, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ আরও অনেক শিল্পী-কলাকুশলীরা।
শোবিজ তারকাদের এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রচারণার অংশ হিসেবে একটি র্যালি বের হয়। যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, বাংলামোটর, কাওরান বাজার, ফার্মগেট, জাতীয় সংসদ ভবন হয়ে ধানমন্ডি ৩২ নম্বর গিয়ে শেষ হয়। (কালের কন্ঠ)
বার্তা কক্ষ
১৪ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur