চাঁদপুর সদরের ১০৮ নং ্ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার অনুষ্ঠান বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপি এ অনুষ্ঠানের অনুষ্ঠানিক উদ্বোধনের পর শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান শফিকুজ্জামান।
এসময় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো.নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মো.আলমগীর গাজী, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ প্রমুখ।
শিক্ষক সাহাবুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার।
এর আগে শিক্ষার্থী ও অভিভাবদের ক্রীড়া প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন খুশি প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০১: ০০ এএম, ০২ মার্চ ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur