Home / চাঁদপুর / এক্স-রে টেকনিশিয়ান জাহাঙ্গীর গাজীর দাফন সম্পন্ন
Shok

এক্স-রে টেকনিশিয়ান জাহাঙ্গীর গাজীর দাফন সম্পন্ন

চাঁদপুর শহরের প্রেসক্লাব রোডের রিয়াদ প্যাথলজি এন্ড ত্রক্স-রে ক্লিনিকের দক্ষ ও সবার সুপরিচিত ত্রক্স-রে টেকনিশিয়ান জাহাঙ্গীর হোসেন গাজী ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন ) ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

মৃত্যুকালে তার বয়স ছিলো ৫০ বছর । তিনি ১ ছেলে, ২ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।

তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন । তার এই অকাল মৃত্যুতে সবর্ত্র শোকের ছায়া নেমে আসে। সে দীর্ঘ একযুগ যাবত শহরের রিয়াদ প্যাথলজি এন্ড ত্রক্স-রে ক্লিনিকের ত্রক্স-রে টেকনিশিয়ান পদে অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত চাকুরী করেন।

তার গ্রামের বাড়ী তরপুরচন্ডী গাজী বাড়ী হলেও বহুদিন যাবত তার পরিবারসহ শহরের কোড়ালিয়া এলাকার পীর বাদশা মিয়া রোডে নিজস্ব বাসায় বসবাস করতো । বুধবার(১মার্চ) দুপুর দেড়টায় মরহুমের নামাজের জানাজা কোড়ালিয়া পাটওয়ারী বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ।

জানাজার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী, আল হেলাল জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান গাজী , মরহুমের ভাই নাছির হোসেন গাজী প্রমুখ।

জানাযায় ইমামতি করেন কোড়ালিয়া জামেনুর জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন জাফরী ।

পরে শহরের বাসস্ট্যান্ড পৌরসভার কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয় ।

এদিকে তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী ।

সেই সাথে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।

করেসপন্ডেন্ট
।। আপডটে,বাংলাদশে সময় ১০ : ৪৭ পিএম, ০১ মার্চ ২০১৭ বুধবার
এইউ

Leave a Reply