যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত কচুয়ায় ন্যাশনাল সার্ভিস (৫ম পর্ব) কর্মসূচির আওতায় অস্থায়ী কর্মসংস্থানের জন্য আবেদনের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মো. ফেরদৌস আহমেদ জানান, বিভিন্ন উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভার ২৪-৩৫ বছর বয়সী এইচএসসি পাশ যুবক-যুবতীদের আবেদন পত্র জমা নেয়ার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি ) বিকেল ৫টা পর্যন্ত।
নির্ধারিত সময়ে চাহিদা অনুযায়ী আবেদন ফরম জমা না হওয়ায় এর মেয়াদ আরো ৫ দিন বৃদ্ধি করা হয়েছে। ফলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অস্থায়ী চাকুরির জন্য প্রার্থীগণ আবেদন করতে পারবে।
তিনি আরো জানান, এ পর্যন্ত ৫শ’ ২৭ জন প্রার্থী আবেদন করেছেন। তন্মধ্যে পুরুষ ২শ’ ১ জন ও নারী ৩শ’ ২৬ জন।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur