চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ এর মোরগ লড়াইয়ে চাঁদপুরের চামেলী ৩য় স্থান অর্জন করেছে।
চামেলী চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
বুধবার (২২ র্ফেরুয়ারি) চট্রগ্রামে উক্ত প্রতিযোগিতা শেষে চট্রগ্রাম প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মোঃ মাহবুবুর রহমান বিল্লাহ’র কাছ থেকে শ্রেষ্ঠত্বপ্রাপ্ত ছাত্রী চামেলী আক্তার পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন
। এর আগে চাঁদপুর জেলা পর্যায়ে প্রতিযোগিতায় মোরগ লড়াই’ত্র ১ম স্থান অধিকার করেন ।
বৃস্পতিবার সন্ধ্যায় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার কার্যালয়ে আসলে শ্রেষ্ঠত্বপ্রাপ্ত ছাত্রী চামেলী আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম । বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী জানান,এ অর্জন চাঁদপুরবাসীর ।
ছাত্রী চামেলী আক্তার চাঁদপুরের মুখ উজ্জল করেছে । সেই সাথে এ অর্জন বিদ্যালয়ের জন্য অনেক গর্বের বিষয় । আমরা তাকে নিয়ে গর্ব করি।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ৩০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur