Home / চাঁদপুর / মাতৃভাষা দিবসে চাঁদপুর আওয়ামী লীগের আলোচনাসভা
মাতৃভাষা দিবসে চাঁদপুর আওয়ামী লীগের আলোচনাসভা

মাতৃভাষা দিবসে চাঁদপুর আওয়ামী লীগের আলোচনাসভা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনার সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পটোয়ারী দুলাল।

তিনি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে পাকিস্তানিরা বেছে বেছে বুদ্ধিজীবি, সাহিত্য, জ্ঞানিদের হত্যা করেছে। আমরা সেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শহীদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি। ভাষা সৈনিকরা মাতৃভাষার জন্য নিজেদের প্রাণ দিয়ে রক্ষা করেছে। আমাদেরকে মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিলো। আর এখন তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আদর্শ বাস্তবায়ন করতে হলে আমাদেরকে দলের কথা শুনতে হবে। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা থাকবো।’

জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শাহীন হোসেন পাটোয়ারীর পরিচলনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. বিণয় ভূষণ মজুমদার, সাবেক উপদেষ্টা আব্দুর রশিদ সর্দার, মুক্তিযোদ্ধা সালাউদ্দিন, আওয়ামী নেতা অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু পাটওয়ারী, জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমএ হাসান লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সদর থানা মহিলা আওয়ামীলীগের সম্পাদীকা আনোয়ারা বেগম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আবু সায়েম।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ৫: ৫৫ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭, বুধবার
ডিএইচ

Leave a Reply