চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ধানুয়া বাজারের দক্ষিণে ঈদগার কাছে সড়ক দুর্ঘটনায় তুহিন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত তুহিন ধানুয়া গ্রামের শাহাদাত হোসেন বেপারীর ছেলে।
নিহতের পিতা শাহাদাত হোসেন জানায়, তুহিন পূর্ব ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ালেখা করে। সে ২১ শে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন থাকায় সে বন্ধুদের সাথে ঘুরতে যায়। পরে বাড়িতে ফিরার সময় ধানুয়া এলাকায় অটোবাইক থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় অন্য একটি সিএনজি স্কুটারের আঘাতে সে গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদক-কবির হোসেন মিজি
।। আপডটে,বাংলাদশে সময় ০৮ : ৫৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur