চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার মজিদিয়া কামিল মাদারাসায় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য জনাব মশিউর রহমান মিঠু।
তিনি বলেন, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করা, তাদের জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব।
সভায় সভাপতির ভাষনে মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান বলেন, মাতৃভাষা বাংলাকে যারা স্তব্ধ করতে চেয়েছিল তারা জালিম। জালিমের বিরুদ্ধে সংগ্রাম করে তাজা রক্ত ঢেলে দিয়ে যারা মায়ের ভাষাকে রক্ষা করেছেন তারা এ দেশের সূর্য সন্তান। ভাষাকে যারা ভালবাসেনা, দেশকে যারা পছন্দ করেনা এবং দেশের স্বাধীনতাকে যারা মেনে নেয়না, এ দেশের মাটিতে তাদের থাকার কোন অধিকার নেই।
তিনি আরও বলেন, শহীদ দিবসে আমাদের দায়িত্ব হল শুধু নিরবে দাঁড়িয়ে না থেকে সূরা ফাতেহা, দোয়া-দরুদ পড়ে শহীদদের জন্য দোয়া করা।
বিশেষ অতিথির বক্তব্যে মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মমিনুল ইসলাম খান বলেন, ভাষার জন্য জীবন দিয়ে ভাষাকে সর্বোচ্চ সম্মান দেয়া হয়েছে, কিন্তু সর্বস্তরে বাংলা ভাষা এখনও প্রচলিত হয়নি যা খুবই দুঃখজনক।
আরও বক্তব্য রাখেন মুহাদ্দিস মাওলানা জহিরুল ইসলাম শরীয়তপুরী, অধ্যাপক কাজী আবদুল মকিম, জনাব হুমায়ূন কবির প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি
।। আপডটে,বাংলাদশে সময় ০৮ : ২৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur