Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব পরিবারের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ
মতলব পরিবারের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

মতলব পরিবারের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

চাঁদপুরের মতলব উত্তরে শনিবার (১৮ ফেব্রয়ারি) সকালে লতরদী ইসহাকিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ১৫ টি অসহায় পরিবারের মাঝে বাছুর প্রদান করা হয়।

হাজী ইসহাক ফাউন্ডেশনের উদ্যোগে ও আরসান গ্রুপের অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরীব অসহায় ও দুস্থ পরিবার স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে গরুর বাছুর বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহ্সান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ইঞ্জি. এএসএম কামরুল আহ্সান।

সাবেক ইউপি সদস্য গোলাম হোসেন জহির-এর সৌজন্যে উপস্থিত ছিলেন, আহ্সান গ্রুপের পরিচালক এএসএম মিজানুর হাসান, ইসপাক আহহান, মোরসালিন বাবলা, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সুবহান সরকার সুভা, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বাদল, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আঃ হাকিম, হুমায়ুন কবির, সুলতান মাহমুদ, আহসান হাবিব, আ.লীগ নেতা নূরুল আমিন বোরহান, গোলাম জিলানী, মানবাধিকার কর্মী শাহআলম, আমিন বেপারী, বাদশা মিয়া প্রমূখ।

আলহাজ¦ ইঞ্জি. এএসএম কামরুল আহ্সান সাংবাদিকদের জানান, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তৃণমূলের গরীব অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বাছুর বিতরণ করা হয়েছে। এর আগেও উপজেলার ৩ শ’ গরীব পরিবারকে বসতঘর প্রদান করা হয়েছে।

এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ০০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ

Leave a Reply