চাঁদপুরের মতলব উত্তরে শনিবার (১৮ ফেব্রয়ারি) সকালে লতরদী ইসহাকিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ১৫ টি অসহায় পরিবারের মাঝে বাছুর প্রদান করা হয়।
হাজী ইসহাক ফাউন্ডেশনের উদ্যোগে ও আরসান গ্রুপের অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরীব অসহায় ও দুস্থ পরিবার স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে গরুর বাছুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহ্সান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ইঞ্জি. এএসএম কামরুল আহ্সান।
সাবেক ইউপি সদস্য গোলাম হোসেন জহির-এর সৌজন্যে উপস্থিত ছিলেন, আহ্সান গ্রুপের পরিচালক এএসএম মিজানুর হাসান, ইসপাক আহহান, মোরসালিন বাবলা, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সুবহান সরকার সুভা, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বাদল, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আঃ হাকিম, হুমায়ুন কবির, সুলতান মাহমুদ, আহসান হাবিব, আ.লীগ নেতা নূরুল আমিন বোরহান, গোলাম জিলানী, মানবাধিকার কর্মী শাহআলম, আমিন বেপারী, বাদশা মিয়া প্রমূখ।
আলহাজ¦ ইঞ্জি. এএসএম কামরুল আহ্সান সাংবাদিকদের জানান, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তৃণমূলের গরীব অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বাছুর বিতরণ করা হয়েছে। এর আগেও উপজেলার ৩ শ’ গরীব পরিবারকে বসতঘর প্রদান করা হয়েছে।
এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ০০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ