চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ওরশ শরীফের মাইক বাজানোকে কেন্দ্র করে ইমামেরর ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়রি )দুপুরে উপজেলার বাইশপুর ব্রিজের উপর থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক পৌরসভার দক্ষিণ বাইশপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. হৃদয় হোসেন ওরফে এমসি হৃদয়।
থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলামের নেতৃত্বে এস আই ইব্রাহিম সংগীয় ফোর্স নিয়ে তাকে আটক করে।
প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি মতলবের উপাদি গ্রামের ডালি বাড়ির মসজিদের ইমাম হাফেজ্ব লিয়াকত আলীর উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
পরে তাকে এ মামলায় চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ৫: ১০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur