চাঁদপুরের মতলব উত্তরে ২০০ পিছ ইয়াবাসহ মো. রাজিব প্রধান (২৫) নামে এক যুবকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আনোয়ারপুর তিন রাস্তা মোড়ে পুলিশ চেক পোস্ট তাকে গ্রেফতার করে।
আটককৃত ইয়াবা ব্যবসায়ী যুবক কুমিল্লা জেলার দাঊদকান্দি উপজেলার খালিশা শ্রীরায়েরচর গ্রামের ধনু মিয়া প্রধানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই রাস্তা দিয়ে সিএনজি যোগে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী রাজিবের দেহ তল্লাশী করে পুলিশ। পুলিশের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রাজিব। স্থানীয় মেহেদি হাসান রনি, হুমায়ুন সরদার, নাদিম সরকার শাকিলসহ এলাকাবাসি সহযোগীতায় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা ২০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন মতলব উত্তর থানার এসআই মো. শাহজাহান কামাল, এসআই ইব্রাহিম, এএসআই কাশেম, এএসআই আরিফ ও এএসআই রাসেল। আটকৃত মাদক ব্যবসায়ী রাজিবের বিরুদ্ধে মাদক, অপহরণ ও হত্যা’সহ ৩টি চলমান মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।
খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ সময় ০১: ৩০ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur