চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, কেউ দুর্নীতি করে পার পাবে না। সকল দুর্নীতির বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুরই একমাত্র জেলা যেখানে ট্রাক্টর চলাচলে নিষিদ্ধ করা হয়েছে। সকলের সহমর্মিতার মাধ্যমে আমরা চাঁদপুরকে এগিয়ে নিয়ে যাব।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এমপি, পুলিশ সুপার শামছুন্নাহার পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মদ, জেলা পরিষদ চেযারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীসহ অন্যান্যরা ।
প্রতিবেদক-মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১২ : ২৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭, সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur