গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ শুক্রবার দুপুরে জামিনে মুক্তি পেয়েছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, দুপুর ১টা ১৫মিনিটে সালাহউদ্দিন আহমেদকে মুক্তি দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে তার জামিনের কাগজ-পত্র কারাগারে পৌঁছ। পরে তা যাচাই-বাছাই শেষে শুক্রবার দুপুরে তাকে মুক্তি দেয়া হয়। তার বিরুদ্ধে মারামারি, ভাঙচুর ও নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।
সর্বশেষ রাজধানীর ওয়ারি থানার একটি মামলায় তিনি জামিন পান।
সালাহউদ্দিন আহমেদ গ্রেফতারের পর গত বছরের ২৯ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত হন।
নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ০৭ : ৫৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur