সংবাদ শিরোনাম
Home / জাতীয় / রাজনীতি / জনতার মঞ্চের সংগঠকের পক্ষে নিরপেক্ষ নির্বাচন কীভাবে সম্ভব

জনতার মঞ্চের সংগঠকের পক্ষে নিরপেক্ষ নির্বাচন কীভাবে সম্ভব

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মোহাম্মদ নুরুল হুদা জনতার মঞ্চের একজন সংগঠক ছিলেন। তাই তাঁর অধীনে একতরফা নির্বাচনই হবে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই মন্তব্য করেন।

গত ৬ জানুয়ারি কাজী রকিবউদ্দীন আহমদের স্থলাভিষিক্ত হন সাবেক সচিব নুরুল হুদা। এর পর থেকেই বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সম্প্রতি সাংবাদিকদের বলেন, সিইসির নিরপেক্ষতা নিয়ে তাঁর সন্দেহ আছে।

সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে রিজভী বলেন, ‘সিইসিদের যে বক্তব্য, আগের-পুরোনো, কারো বক্তব্য শুনে মনে হচ্ছে যে, আওয়ামী লীগের মুখপাত্র, কারোটা শুনে মনে হচ্ছে যে আওয়ামী লীগের অলিখিত সাধারণ সম্পাদক।’

‘আপনার, নতুন সিইসি যে জনতার মঞ্চের একজন সংগঠক, তাঁর পক্ষে আপনার নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা কীভাবে সম্ভব হবে?’

এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নুরুল হুদাকে সিইসি নিয়োগ দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নজরুল এ কথা বলেন।

নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ০৬ : ০৪পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
এইউ

Leave a Reply