চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়নে আলমগীর হোসেন ওরফে বোল্ডার আলমগীর (৪৮)কে বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ১শ’ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
আটককৃৃত বোল্ডার আলমগীর উপজেলার কালচোঁ ইউনিয়নের তারাপাল্লা ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক। সে ওই গ্রামের তালুকদার বাড়ির আতিক উল্যার ছেলে।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার কামাল হারুন জানান, আটককৃত আলমগীরের কাছে ১’শ পিচ ইয়াবা পাওয়া গেছে। তার ভাষ্যমতে, ‘ওই গ্রামের মাদক ব্যবসায়ী কবিরের কাছ থেকে ইয়ারা এনে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর তালুকদার ও জহিরকে দেয়ার কথা ছিল।’
এব্যাপারে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম এলএলবি জানায়, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদক-জহিরুল ইসলাম জয়
।। আপডটে, বাংলাদশে সময় ০৬ : ৪৬ এএম, ০২ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur