প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিপথগামী ছেলে-মেয়েরা সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে সুপথে ফিরে আসবে।
বুধবার(০১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে গ্রন্থমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি বাংলা ভাষাকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে প্রকাশনা শিল্পের সংশিষ্টদেরও তাগিদ দেন।
তিনি আরও বলেন, বিপথে যাওয়া ছেলে-মেয়েরা সাহিত্য ও সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে সুপথে ফিরে আসবে বলে বিশ্বাস করি। বই দিয়ে ছেলে-মেয়েদের বিপথে যাওয়া থেকে উদ্ধার করা যায়।
শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল বইয়ের লাইব্রেরি হাতের নাগালে থাকলেও এখনও হাতে নিয়ে পাতা উল্টে বই পড়াতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। এখন হাতে একটা যন্ত্র নিয়ে বই পড়া যায়। কিন্তু হাতে নিয়ে পাতা উল্টে বই পড়াতেই আনন্দ বেশি। ’
‘একুশের গ্রন্থমেলাকে আন্তর্জাতিক সাহিত্য অনুষ্ঠান’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও এই গ্রন্থমেলা বিশ্বব্যাপী পরিচিত। ’
বিদেশি অতিথিদের বাংলা বক্তৃতা, কবিতার অনুবাদ শোনানোয় তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘অনুবাদের মধ্য দিয়ে ভাষা ও সংস্কৃতির আদান প্রদানের সুযোগ হচ্ছে। ’
মেলা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বইমেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং লেখক-প্রকাশকদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ০৮ : ১৫ পিএম, ০১ফেব্রুয়ারি ২০১৭ বুধবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur