চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সভা সোমবার (২৯ জানুয়ারি) রাতে চাঁদপুর মডেল থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্লাহ ওলি বলেন, চাঁদপুর একটি শান্তির শহর। পুলিশের পক্ষে এক আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। তাই কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ সহ সকলে যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে আইন-শৃঙ্খলা রক্ষায় সম্ভব হবে।
ইন্টেলিজেন্স এন্ড কমিউনিটি পুলিশিং সি পি আই মো. হারুনুর রশিদের পরিচালনায় তদন্ত মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মাজহারুল ইসলাম অনিক
।। আপডটে, বাংলাদশে সময় ৩ : ০০ এএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur