Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০
Dog
প্রতীকী ছবি

মতলবে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০

চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভা এলাকায় পাগলা কুকুড়ের কামড়ে শিশুসহ ২০ জন আহত হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় মতলব পৌরসভার চরমুকুন্দি, কলাদী, ঘোষপাড়া এলাকায় একটি পাগলা কুকুড় দৌড়ে দৌড়ে গিয়ে পথচারীদের কামড়ায়।

আহতদেরকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

এতে আহত হয় চরনয়া গ্রামের দুদু মিয়ার মেয়ে হালিমা (১৮), নিলক্ষ্মী গ্রামের ছালাহ উদ্দিনের ছেলে হামদার্দ (১২), চরমুকুন্দি গ্রামের শাকিলের ছেলে নীরব (৭), সরদারকান্দি গ্রামের আব্দুল হামিদের ছেলে তাহের আলী (৩০), ঘোষপাড়ার শ্যামল সরকারের ছেলে রুদ্র সরকার (২), নবকলস গ্রামে ফয়সালের ছেলে সাদেক (৩০) লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেনের মেয়ে খাদিজা (১৬), চাঁদপুর পালের বাজারের আজগর আলীর ছেলে মঞ্জুরুল (৩৫), চরমুকুন্দি গ্রামের মিনু মিয়ার ছেলে শফিক (২৪), ঘোষপাড়ার আবুল বাশারের ছেলে ইসতেয়াক, চরমুকুন্দি গ্রামের দেলোয়ারের ছেলে রাতুল (১২), কলাদীর সোহেল (২০) ও মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক উত্তম ঘোষের ছেলে উৎসব (১০)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কুকুড়ের কাঁমড়ে আহতদের মধ্যে এ হাসপাতালে ১৮ জনের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

তার মধ্যে দু’জনকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে মতলব পৌরসভা এলাকায় পাগলা কুকুড়ের আতঙ্ক জনমনে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পাগলা কুকুড় নিধনে লাঠি-সোটা নিয়ে বের হয়ে পড়ে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.কে.এম মাহাবুবুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, ‘কুকুড়ে কাঁমড়ে আহতদেরকে চিকিৎসা সেবাসহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।’

মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন চাঁদপুর টাইমসকে জানান, ‘কুকুড়ে নিধনের ব্যাপারে সহসাই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
।। আপডটে, বাংলাদশে সময় ২ : ০০ এএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply