মো. সাহাব উদ্দিন সাবুকে সভাপতি ও অ্যাডভোকেট হাসিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে বিএনপি’র লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) সকালে দলীয় সূত্র এ তথ্য জানায়। এর আগে রোববার দলের পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচ সদস্যের এই কমিটি আনুমোদন দেন।
কমিটিতে নিজাম উদ্দিন ভূঁইয়াকে সিনিয়র সহ-সভাপতি, সাইদুল ইসলাম ভূঁইয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক ও অধ্যাপক নুরুল আলম বুলবুলকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে পরবর্তী তিন বছরের জন্য পাঁচ সদস্যের লক্ষ্মীপুর জেলা বিএনপি’র কমিটির অনুমোদন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৮:০৫পি,এম ৩০ জানুয়ারী ২০১৭,সোমবার
ইব্রাহীম জুয়েল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur