চাঁদপুর শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও বার্ষিক মিলাদ মাহফিল রোববার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদীর সভাপতিত্বে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আবু সালেহ ।
তিনি বলেন, ‘লেখাপড়ার বিকল্প নেই । আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের কর্ণধার। তাই ভালো ফলাফল অর্জন করতে হবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থায় অনেক যুগান্তকারী প্রদক্ষেপ নিয়েছে।’
বিদ্যালয় সম্পর্কে তিনি বলেন, ‘এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা এ টি আহমেদ হোসেন রুশদী এ এলাকাকে শিক্ষায় আলোকিত করে গেছেন । তিনি এ এলাকায় জন্ম না নিলে এ প্রতিষ্ঠানগুলো হতো না । আমি ১৯৭৮ সালে ওনার প্রতিষ্ঠিত জিলানী চিশতী কলেজের ছাত্র ছিলাম । যার জন্য এ প্রতিষ্ঠান আমার অনেক গর্বের বিষয় । এ প্রতিষ্ঠানগুলো ভালো চলছে ,ভালো রেজাল্ট করছে, শুনে ভালো লাগছে । বর্তমানে মরহুম রুশদী সাহেবের উত্তরসূরী সাংবাদিক সোহেল রুশদীর নেতৃত্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুবই ভালো ভাবে চলছে । দেখে ভালো লাগছে । আমি এ প্রতিষ্ঠানকে সবধরনের সহযোগিতা করবো ।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন,জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার,উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তালুকদার, মহিলা ইউপি মেম্বার ফিরোজা বেগম,৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক কারী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড ইউপি মেম্বার মোঃ সফিক কারী ,৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কাসেম কারী,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আল হাসান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাওলানা আব্দুল হালিম গাজী,ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হালিমা বেগম,মহিলা অভিভাবক সদস্য আয়েশা বেগম, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন,সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান,সহকারী শিক্ষক মোহাম্মদ আলী,সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম তালুকদার,প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদেরকে শিক্ষাউপকরণ তুলে দেন নবাগত চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আবু সালেহ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী ।
সবশেষে মলিাদ মাহফিল পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ৯: ৩০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur