চাঁদপুর শহরের বিটি রোডে অটোবাইক চাপায় জান্নাতুল মাওয়া (৬) নামের এক স্কুল ছাত্রীর করুন মৃত্যু হয়েছে।রোববার (২৯ জানুয়ারি) দুপুর পোনে ১২ টায় ষোলঘর বিটি রোড জামাল ফার্নিচারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল মাওয়া চাঁদপুর সদর উপজেলার মধ্য তরপুরচন্ডী সাবেক চেয়ারম্যান সহিদ কাজী বাড়ির সংলগ্ন মিজি বাড়ির খোরশেদ মিজির মেয়ে। সে ষোলঘর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথেিমর ছাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায় শিশু জান্নাত রোববার স্কুল ছুটি হওয়ার পর তার মা আয়শা বেগমের সাথে বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ত্রাা জানায় তারা রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া অটোবাইক শিশু জান্নাতুলের গায়ের ওপর উঠিয়ে দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিস্তারিত আসছে………
কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ৩০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur