বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, বাবা হতে চলেছেন তামিম ইকবাল। অবশেষে সুখবরটা নিজেই দিয়েছেন তিনি। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপে খেলবেন না বাংলাদেশের ওপেনার।
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ অনুষ্ঠেয় এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। তামিমের সন্তানের পৃথিবীর আলো দেখার কথা ২ মার্চ। সে সময় তিনি স্ত্রীর পাশে থাকতে চাইছেন। বিসিবিও তামিমকে ছুটি দেওয়ার পক্ষে।
তবে শুধু এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্ট নয়, জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টিতেও খেলবেন না তামিম। সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর জন্যই বাংলাদেশ দলের এমন সিদ্ধান্ত।
বিসিবির অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য এশিয়া কাপে খেলবে না তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের শেষ দুটি ম্যাচও খেলবে না সে।
তার জায়গায় এ দুই ম্যাচে ওপেন করবে ইমরুল কায়েস।’
তাই তামিমকে ছাড়াই ঘরের মাঠের এশিয়া কাপ খেলতে হচ্ছে বাংলাদেশকে।
তাদের দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা একটি আলোচনার ভিডিও…
নিউজ ডেস্ক ।।আপডেট : ৯:২০ এএম, ২০জানুয়ারি ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur