Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / বেলচোঁ কারিমাবাদ মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া
বেলচোঁ কারিমাবাদ মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া
বক্তব্য রাখছেন যোগাযোগ মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব নাজমুল আহসান। ছবি- চাঁদপুর টাইমস

বেলচোঁ কারিমাবাদ মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় শনিবার (২৮ জানুয়ারি) দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজমুল আহসান মজুমদার।

বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজ যে বিদায় তা বিদায় নয়, এক ধাপ থেকে আরেক ধাপ পার করাই চিরচারিত নিয়ম। এমন দিন আমরা পার করে আজ সরকারের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছি। আমি চাই তোমরা আগামি দিনে উচ্চ শিক্ষিত হয়ে আরো ভালোভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।’

অধ্যক্ষ মাওঃ মিজানুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কামরুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বড়কৃল পৃর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মফিজুল ইসলাম।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ সভাপতি লোকমান পাটওয়ারী, সাবেক সহ সভাপতি হেদায়েতউল্লা পাটওয়ারী, সদস্য মোহন চৌধুরী, শহিদউল্লা আলফু, জানে আলম, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুজ্জামানসহ শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৩০ পিএম, ২৮ জানুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ

Leave a Reply