Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব শরীফ উল্যাহ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া
মতলব শরীফ উল্যাহ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া

মতলব শরীফ উল্যাহ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া

মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের শরীফ উল্যাহ হাইস্কুল এন্ড কলেজের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ উল্যাহ সরকার নিপুর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. নুরুল আমিনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরীফ উল্যাহ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মো. হাফিজুর রহমান কবির, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. কামাল হোসেন খান, বিশিষ্ট সমাজ সেবক মো. আক্তারুজ্জামান খোকা, ইমামপুর লমিঙ্গল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (অবঃ) মো. শামসুল হক মাস্টার, হাইস্কুল এন্ড কলেজের গর্ভার্নিং বডির সদস্য মো. দেলোয়ার হোসেন মোল্লা, দাতা সদস্য মো. মশিউর রহমান, গোলাম রসুল, পার্শ্বনাথ চন্দ্র বর্মন, হাজ্বী মো. ইউসুফ, রোকেয়া আক্তার রুমা, শিক্ষক প্রতিনিধি আকলিমা বেগম, খালেদা আক্তার, প্রাক্তন ছাত্র ও উপজেলা কৃষি অফসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, প্রভাষক জিসান আহমেদ, আনিসুর রহমান, মোজাফ্র হোসেন, মুনতাজ আলী, মো.ওমর ফারুক, ধর্মীয় শিক্ষক নূর মোহাম্মদ, সিনিয়র শিক্ষক মোঃ কামাল উদ্দিন, মো. আসাদ উল্যাহ, জসিম উদ্দিন, মো. হারিছ মিয়া, নারায়ন ভট্টাচার্য, মো. ছাদেক আলী, মো. শামীম মৃধা প্রমুখ।

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো. ইসহাক মিয়া।

প্রসঙ্গত, এ আগামী ২ ফেব্রয়ারি এসএসসি পরীক্ষায় উপজেলার শরীফ উল্যাহ হাইস্কুল এন্ড কলেজ থেকে ১৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।

করেসপন্ডেন্ট মতলব উত্তর
।। আপডটে, বাংলাদশে সময় ১১ : ১৫ পিএম, ২৭ জানুয়ারি ২০১৭ শুক্রবার
এইউ

Leave a Reply