চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল ঢাকা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মনোনীত হয়েছেন।
পূর্বের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) প্রেস ক্লাবের স্থায়ী সদস্য হিসেবে পরিচয় পত্র প্রদান করা হয়।
তাকে স্থায়ী সদস্য কারায় ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন।
প্রসঙ্গত, পিআইডি তালিকাভুক্ত সাংবাদিক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক এবং চাঁদপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক।
এর বাইরেও তিনি মিডিয়াবান্ধব ও সামাজিক সংগঠক হিসেবে পরিচিত।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি গত ১৩ জানুয়ারি মাদার তেরেসাঁ স্মৃতি পদক ভূষিত হয়েছেন।
তরুণ উদ্যমী এ সমাজসেবী এক পুত্র ও দু’কন্যা সন্তানের জনক। সমাজসেবায় নিজেকে সর্বদা মনোনিবেশ রাখতে সকলের নিকট দোয়া চেয়েছেন।
নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ০৭ : ৪৬ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur