ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত ইউসুফ আলী (৩৫) নামে আরো ১ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আহত ইউসুফ একই উপজেলার জামুন মশাঁলডাঙ্গী গ্রামের হুমায়নের ছেলে। অনাকাঙ্খিত এই সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুছ ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১১টার দিকে ৪ জন গরু ব্যবসায়ী জামুন বাজার থেকে ডিজেল চালিত তিন চাকার একটি নসিমনে ৫টি গরু নিয়ে যাদুরানী হাট আসার পথে জামুন-যাদুরানী সড়কের আমগাঁও চৌরাস্তা এলাকায় নসিমনের সামনের চাকা ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গাছের সাথে ধাক্কা খেয়ে নসিমন উল্টে যায়। ঘটনাস্থলে বাবলু ও ইদ্রিস আলী নামে দু’গরু ব্যবসায়ী নিহত হয়।
ইউসুফ (৩৫) ও এরফান (৬৫) নামে আরো দু-জন গরু ব্যসায়ী গুরুত্ব আহত হয়। বিকাল ৩ টার দিকে আহত এরফান আলী দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মারা যায় এবং ইউসুফ আলী নামে আহত আরেক গরু ব্যবসায়ী রাত সাড়ে ১১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪ জন দাঁড়ালো।
প্রতিবেদক- কবিরুল ইসলাম কবির
: আপডেট, বাংলাদেশ সময় ০৯: ৫০ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭, বুধবার
ডিএইচ