Home / আন্তর্জাতিক / প্রবাস / ঢাকায় আসছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ঢাকায় আসছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

বাংলাদেশে ৩ দিনের সফরে ১ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ঢাকা ফিলিস্তিনি দূতাবাসের এক মুখপাত্র মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন।

দূতাবাসের মুখপাত্র বলেন । ‘আমরা এখনও তার সফরে কর্মসূচি চূড়ান্ত করছি।’

বাংলাদেশে এটাই হবে মাহমুদ আব্বাসের সরকারি প্রথম সফর। গত বছর জাপান ও জর্ডান সফরের সময় ঢাকায় বিমানবন্দরে যাত্রাবিরতি দিয়েছিলেন তিনি।

সফরে মাহমুদ আব্বাস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ বরাবরই সমর্থন জানিয়ে আসছে। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ দেওয়ারও পক্ষপাতি ঢাকা।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ডিসেম্বরে একটি প্রস্তাব পাসের পরও তা উপেক্ষা করে ইসরায়েলের বসতি স্থাপনের প্রক্রিয়া চালানোর মধ্যে বাংলাদেশ সফরে আসছেন মাহমুদ আব্বাস।

জাতিসংঘে ওই প্রস্তাব পাসের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। তার বিদায়ের পর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পরপরই পূর্ব জেরুজালেমে শ’শ’ বাড়ির অনুমোদন দেয়ার পর এবার অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতিতেও আরও দু’হাজার ৫শ’ বাড়ি বানানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল। (বিডিনিউজ)

নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ০৭ : ০৫ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭ বুধবার
এজি/এইউ

Leave a Reply