বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁদপুর-০২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সাবেক সাংসদ ও সংস্থাপন প্রতিমন্ত্রী মো. নূরুল হুদা আর নেই। বুধবার (২৫ জানুযারি) সকাল ৭ টা ৫৫ মিনিটে আমেরিকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)
তাঁর ছেলে তানভীর হুদা ও তাঁর ভাই খায়রুল বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, ১০/১২ দিন পূর্বে আমেরিকায় থাকা নূরুল হুদার ছেলে তানভীর হুদাকে দেখতে তিনি সেখানে যান। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে তাকে আমেরিকার একটি প্রাইভেট হাসপাতালে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়।
তাঁর মৃত্যুতে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলসহ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপি।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
।। আপডটে, বাংলাদশে সময় ১০ : ০০ এএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur