Home / চাঁদপুর / মতলব আইসিডিডিআরবির ৫০ বছর পূর্তিতে মতবিনিময়
মতলব আইসিডিডিআরবির ৫০ বছর পূর্তিতে মতবিনিময়

মতলব আইসিডিডিআরবির ৫০ বছর পূর্তিতে মতবিনিময়

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার পৌর এলাকার আইসিডিডিআরবির ৫০ বছর পূর্তিতে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে এ প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে চাঁদপুর ও মতলব দক্ষিণ উপজেলার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে।

১৯৬৬ সালে যাত্রা শুরু করে ২০১৬ সালে ৫০ বছর পূর্ণ হলো আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি), মতলব। যেটি মতলব কলেরা হাসপাতাল বা ডায়রিয়া হাসপাতাল নামে সবার পরিচিত।

এ হাসপাতালটি শুধুমাত্র চিকিৎসা কেন্দ্রই নয়, এটি একটি উন্নতমানের গবেষণাগার অনেকের অজানা। আর এ অজানা বিষয়টি জানান দিতে এবং এর কার্যক্রমের উপর সম্যক ধারণা দিতে এ প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তিতে আয়োজন করা হলো সাংবাদিকদের সাথে মতবিনিময়। সাথে ছিলো স্বাস্থ্য সেবা বিষয়ে রিপোর্টিংয়ের উপর সংক্ষিপ্ত ওরিয়েন্টেশন।

এ ওরিয়েন্টেশনে রিসোর্স পার্সন ছিলেন প্রথম আলো ও বাংলাভিশনের দু’জন সিনিয়র সাংবাদিক ও চাঁদপুর এবং মতলাব দক্ষিণ উপজেলার ত্রিশেরও অধিক সাংবাদিক অংশ নেন।

হাসপাতালের সিনিয়র কর্মকর্তাগণ তাঁদের এ প্রতিষ্ঠানটির দীর্ঘ অর্ধশত বছরের কার্যক্রমের সংক্ষিপ্ত পরিসংখ্যান তুলে ধরেন সাংবাদিকদের সামনে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন করেন আইসিডিডিআরবির মিডিয়া ম্যানেজার একেএম তারিফুল ইসলাম খান। তিনি আইসিডিডিআরবির কার্যক্রমের উপর সংক্ষিপ্ত ধারণা উপস্থাপন করেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী ও সাধারণ সম্পাদক জিএম শাহীন।

আইসিডিডিআরবি, মতলব-এর কার্যক্রমের উপর সংক্ষিপ্ত তথ্যমূলক বিবরণ তুলে ধরেন এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন প্রধান এবং বর্তমানে আইসিডিডিআরবির এমিরিটাস বিজ্ঞানী ড. মোহাম্মদ ইউনুছ, মতলব আইসিডিডিআরবির প্রধান ড. মো. আল ফজল খান, আইসিডিডিআরবির কর্মকর্তা ড. জামাল উদ্দিন আহমেদ ও তছলিম আলী খান।

তাঁদের বক্তব্যে বলেন, মতলব আইসিডিডিআরবি শুধুমাত্র হাসপাতালই নয়, এটি একটি উন্নত গবেষণাগারও। দেশী-বিদেশী চিকিৎসা বিজ্ঞানীরা এখানে গবেষণা করে থাকেন। অনেক যুগান্তকারী ফলাফল এখানকার গবেষণা থেকে এসেছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সারাবিশ্বে বাংলাদেশ যে আজ মডেল, সেটা এখান থেকে শুরু হয়েছে। এখানকার গবেষণা দ্বারা শুধু বাংলাদেশ নয়, বিশ্বও উপকৃত হচ্ছে।

তারা আরো বলেন, ১৯৬৬ সালে মতলব আইসিডিডিআরবির যাত্রা শুরু। প্রথম দিকে এখানে রোগী আসতো হাতেগোণা সংখ্যক কিছু। তাও আসতো মতলবের রোগী। আর এখন বছরে ৩৩ হাজার ডায়রিয়া রোগীর চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এখানে। যা গত বছরের তথা ২০১৬ সালের হিসাব। আর ডায়রিয়াসহ মা ও শিশুর সেবা দেয়া হয় বছরে কমপক্ষে ৫০ হাজার রোগীর। এখন দূরের রোগীই বেশি আসে এখানে। ২০১৬ সালে ৩৩ হাজার রোগীর মধ্যে চাঁদপুর থেকে এসেছে অর্ধেকেরও কম। কুমিল্লা থেকে এসেছে ১০ হাজারের উপরে।

তাঁরা আরো বলেন, এখানে শুধু ডায়রিয়ার চিকিৎসাই নয়, পাশাপাশি গর্ভবতী মা এবং পাঁচ বছরের কম বয়সী শিশুরও সেবা দেয়া হয়। এ বয়সী শিশুদের যারা মারাত্মক অপুষ্টিতে ভোগে তাদের বিশেষ সেবা দেয়া হয়। এই গবেষণাগারে (মতলব আইসিডিডিআরবি) গবেষণা করে রোটা ভাইরাসের সে ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে তা আজ বিশ্বে সমাদৃত। এ ভ্যাকসিন দুটি হচ্ছে-রোটা রেক্স ও রোটা টেক। এ দুটি ভ্যাকসিন ২০১৮ সাল থেকে ইপিআই প্রোগ্রামে বাংলাদেশ সরকার সংযুক্ত করবে। এমনিভাবে আইসিডিডিআরবির নানা সাফল্যের দিক তুলে ধরেন কর্মকর্তাগণ।

এদিকে অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ একটি পর্ব ছিলো স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টিংয়ের উপর ওরিয়েন্টেশন। প্রথম আলোর স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদক ও বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার রুহুল আমিনের রুশ্দ স্বাস্থ্য রিপোর্টিংয়ের নানা কলা-কৌশল ও নিয়ম পদ্ধতি এ পর্বে উপস্থাপন করেন। তাঁরা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন রিপোর্টিংয়ের ভিডিও চিত্রও তুলে ধরেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটোয়ারী, প্রথম আলোর মতলব প্রতিনিধি অধ্যাপক মুহম্মদ জাকির হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্র ধর, মির্জা জাকির, আল-ইমরান শোভন, প্রচার সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান সুমন, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক মো. জাকির হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইব্রাহিম রনি, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার সেলিম।

করেসপন্ডেন্ট
।। আপডটে, বাংলাদশে সময় ১১ : ১২ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
এইউ

Leave a Reply