৩৬ পিছ ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর জেলা ডিবি পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে চাঁদপুর বাবুরহাটওয়াই বাবুর দীঘির পাড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন চাঁদপুর সদর উপজেলার দক্ষিন দাসদী গ্রামের ছলেমান পাটওয়ারীর ছেলে বিল্লাল হোসেন (২৮) ও বড় শাহতলী গ্রামের হারুন গাজীর ছেলে ফরিদ গাজী (২২)।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আহসানুজ্জামান লাবু সর্ঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে।
আহসানুজ্জমান লাবু চাঁদপুর টাইমসকে জানায়, ‘আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে। শুকবার বিকেলে গোপন সংবাদ পেয়ে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে বাবুরহাট দীঘির পাড় থেকে তাদের দু’জনকে আটক করি। এসময় তাদের কাছ থেকে ৩৬ পিছ ইয়াবা পাওয়া যায়।’
প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ১: ০০ এএম, ২১ জানুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur