বাংলাদেশের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ভারতেও চলছে নানারকম বিতর্ক।ভারতের তেলেঙ্গানা রাজ্যে ভোটের আর পাঁচ দিন বাকি। যন্ত্রে ভোটের ফল নিয়ে আগে থেকেই সন্দেহ প্রকাশ করেছিল প্রায় সব বিরোধী দলই।
তার পরও নির্বাচন কমিশনের দাবি-এতে কারচুপি সম্ভব নয়। কিন্তু পাঁচ রাজ্যের ভোটেও ইভিএম নিয়ে উঠছে নানা অভিযোগ।
ভারতের ছত্তিশগড়ে এবারের ভোটে কমিশনের হিসেবের পরও রাজ্যের বিজেপি সরকার ইভিএমে পড়া ভোটের অঙ্ক আরও ৪৬ হাজার বাড়িয়ে দেখিয়েছে।
এ ছাড়া মধ্যপ্রদেশে ভোটের দিনই ৩ শতাংশ ইভিএমে গরমিল দেখা যায়। আর ভোটের পর ইভিএম পাওয়া যায় বিজেপি নেতার হোটেলের ঘরে।আর এসব কারণে আগে থেকেই লোকসভায় ইভিএমের বদলে ব্যালটে ভোট করানোর দাবি তুলেছে কংগ্রেস।
বিরোধীদের দাবি- ১৫-২০ মিনিট সময় হাতে পেলেই ইভিএম বদলে দেয়া যায়। গত বছর মধ্যপ্রদেশের ভিন্দেই কমিশন নতুন ‘ভিভিপ্যাট’-এর কাজ দেখাতে গিয়ে বিপাকে পড়ে। যন্ত্রে যে বোতামই টেপা হচ্ছিল, ভোট পড়ছিল পদ্মফুলে। (যুগান্তর)
বার্তা কক্ষ
০৩ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur