চাঁদপুরের কচুয়া উপজেলার কাশিমপুর-চৌহমুনী সড়কে বাসের ধাক্কায় পথচারী নিহত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
নিহত পথচারী কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের শাষণখোলা গ্রামের ওহাব আলী মাষ্টার (৭৮)।
প্রত্যক্ষদর্শী সেলিম মিয়া বলেন, বুধবার সকালে কাশিমপুর বাসস্ট্যান্ডে ঢাকাগামী সুরমা পরিবহনের বাসের ধাক্কায় পথচারী মারত্মক আহত হয়। পরে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামছুল হক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
কচুয়া করেসপন্ডেন্ট
।। আপডটে, বাংলাদশে সময় ১১ : ১০ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭ বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur