চাঁদপুরের মতলব দক্ষিণ গরু চুরির অভিযোগে বাছুরসহ চারজনকে বুধবার (১২ জানুয়ারি) দিনগত রাতে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হচ্ছেন হাজীগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোঃ জাকির হোসেন (৪৫), মৃত নূরুল ইসলামের ছেলে জাবেদুল ইসলাম গাজী (২৬), ফুলছোঁয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে কালুগাজী (২৮) ও চাঁদপুর সদরের খলিশাডুলি গ্রামের মৃত সিদ্দিক আলী শেখের ছেলে খলিল শেখ (৫০)।
তাদেরকে চুরি মামলায় গত শুক্রবার (১৩ জানুয়ারি) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা যায়, গতমতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুল সাত্তার ঢালীর একটি গরুর বাছুর চুরি করে সি এন জি’তে করে যাওয়ার পথে কচুয়ার ডুমুরিয়া এলাকা থেকে আটক করে কচুয়া থানা পুলিশ।
পরে বিষয়টি মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জকে সংবাদ দিলে তিনি ওই রাতেই থানার এস.আই ভক্ত চন্দ্র দত্ত, এ.এস.আই রফিক, জামাল ও কাশেমসহ কচুয়া থানা থেকে আটককৃত ৪ চোরকে মতলব দক্ষিণ থানায় নিয়ে আসে।
থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কুতুব উদ্দিন জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে বাছুরের মালিক নাছিমা বেগম মতলব দক্ষিণ থানায় একটি চুরি মামলা দায়ের করে। ওই মামলায় তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।’
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
।। আপডটে, বাংলাদশে সময় ১২ : ৩০ এএম, ১৫ জানুয়ারি ২০১৭ শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur