ঢাকাই ছবির জনপ্রিয় জুটি শাকিব-বুবলী অভিনীত `অহংকার` ছবির শুটিং হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকেই এফডিসিতে ছবিটির শুটিং হয় বলে জানিয়েছেন এই ছবির নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।
প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান, বুবলী, নূতন, আফজাল শরীফ,চিকন আলী ছাড়াও আরো অনেকে।
শাকিব খান বলেন, `সকাল আটটায় শুটিং স্পটে চলে এসেছি। ফুল এনার্জি নিয়ে কাজ করছি। এই ছবির শুটিং শেষ করে আবার ১৬ জানুয়ারি আমাকে কলকাতায় যেতে হবে। সেখানে কয়েকটি স্টেজ শো ও কনসার্টে অংশ নেব।`
বুবলী বলেন, `প্রায় দেড় মাস পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। `অহংকার` ছবিটি চমৎকার কিছু বয়ে আনবে দর্শকদের জন্য।`
নির্মাতা শাহাদাৎ হোসেন বলেন, `এফডিসির কড়ই তলায় শুটিং চলছে। টানা কয়েকদিন শুটিং চলবে।`
`অহংকার` ছবিটি প্রযোজনা করছে তুষার কথাচিত্র। এটি শাকিব-বুবলী অভিনীত তৃতীয় ছবি। এই জুটি অভিনীত `বসগিরি` এবং `শ্যূটার` নামে দুটি সুপারহিট ছবি গেল ঈদুল আযহায় মুক্তি পায়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur