চাঁদপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মতলব পৌরসভার প্যানেল মেয়র। বুধবার (১১ জানুয়ারি) ওচমান গণি পাটোয়ারি ঢাকা থেকে শপথ গ্রহণ শেষে চাঁদপুর ফেরার পথে মতলব ফেরীঘাটে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ মিয়াজী।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মোঃ জহির মিয়াজী, আবুল কালাম মিজি, মতিন পাটোয়ারি, হালিম সরকার, বিল্লাল ফরাজী, জসীম উদ্দিন, উজ্জল মিজি, মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম। অপরদিকে ছাত্রলীগের পক্ষ থেকে নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা কাইয়ুম ফরাজী, তৌসিফ আহম্মেদ, শরীফুল ইসলাম, সুমন ফরাজী, ইউসুফ ফরাজী, সবুজ মোল্লা, উজ্জল মিয়াজী, কামরুল হাসান নিপু, মনির প্রধান, এইচএম শরীফ, নাজমুল ইসলাম, সাইফুল, মুন্না, সুজন সরকার, চিরঞ্জিত সহ অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মী।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
।। আপডটে, বাংলাদশে সময় ০৮ : ৩০ এএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur