চাঁদপুরে অজ্ঞাত যুবকের লাশ শনিবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় শহরের চেয়ারম্যান ঘাট এলাকার জামাল মোল্লার বাড়ির বসতঘরের পাশ থেকে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পাশ্ববর্তী লোকজন চাঁদপুর মডেল থানা পুলিশ কে খবর দেয়। পরে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত যুবকের কপালে আঘাতের চিহ্ন ও রক্ত রয়েছে।
যুবকের মৃতদেহ নিয়ে এলাকায় নানা ধরনের গুঞ্জন শুরু হয়েছে। এ খবর শুনে মৃতদেহটি দেখতে শত শত নারী পুরুষ ঘটনাস্থলের চারপোশে ভীড় জমায়।
চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক জানান, ‘সকালে চেয়ারম্যানঘাটা এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ ওলি জানান, নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ৬: ৩০ পিএম, ৭ জানুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur