চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘খেলার সাথে পড়া-লেখার একটা সু সম্পর্ক রয়েছে। শরীর ও মন সুস্থ্য রাখতে খেলা-ধূলার বিকল্প নেই। শুধু তাই নয়, খেলা-ধুলা যুবসমাজকে মাদক ও অশ্লীল কাজ থেকে বিরত রাখতে সহায়তা করে। তাই স্কুল-কলেজে খেলার মাঠ থাকা অপরিহার্য।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকালে হাজীগঞ্জে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলায় মকিমাবাদ একতা ক্লাব একাদশ ও টোরাগড় ভাই কিংসস ক্লাবকে ট্রাইবেকারে হারিয়ে প্রথম মেয়র গোল্ড কাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় উভয় দলই ৬০ মিনিটে কোন গোল করতে পারেনি। পরে অতিরিক্ত ১০ মিনিট সময়েও কোন গোল করতে না পারায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘হাজীগঞ্জবাসীর দাবি অনুযায়ী, জেলার মাসিক উন্নয়ন সভায় একটি স্টেডিয়াম ও ললিত একাডেমী (শিল্পকলা একাডেমী) করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা জেলায় মাসব্যাপি ক্রীড়া মাসের আয়োজন করেছি। সেখানে প্রায় ৮টি ক্লাব অংশগ্রহণ করেছিল। হাজীগঞ্জে স্টেডিয়াম থাকলে এখান থেকেও অংশগ্রহণ করতে পারতো।’
পরিশেষে তিনি এমন সুন্দর আয়োজন ও হাজীগঞ্জবাসীর বিনোদনের ব্যবস্থা করে দেয়ার জন্য পৌর মেয়রকে শুভেচ্ছা জানান।
মেয়র গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের আহবায়ক ও অনুষ্ঠানের সভাপতি ইকবাল মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার। অনুষ্ঠানের সর্বশেষ সবাইকে শুভেচ্ছা দিয়ে বক্তব্য প্রদান করেন মেয়র গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের পৃষ্ঠপোষক পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টুর্ণামেন্টের সদস্য সচিব শাহ আলম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শেখ সাদেক, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম (এলএলবি), প্যানেল মেয়র-১ রায়হানুর রহমান জনি, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর হোসেন মোহাম্মদ জামান, ২নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আযহার, ৫নং ওয়ার্ড কাউন্সিলর রিটন চন্দ্র সাহান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু বকর সিদ্দিক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর এমরান হোসেন মুন্সী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টো, ১১নং ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম বেপারী, সচিব নুর আজম বিন আখতারসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
।। আপডটে, বাংলাদশে সময় ২ : ০০ এএম, ৪ জানুয়ারি ২০১৭ বুধবার
ডিএইচ